এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। পৌর ছাত্রদলের সভাপতি মোকাদ্দেসুর রহমান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান আবু বকর আবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আবদুস সামাদ বিশ^াস, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ^াস ও যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন যুবদল নেতা আব্দুল হালিম অটল, আবু নাঈম, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর কবীর মিন্টু, আবু দাউদ, ছাত্রদল নেতা ফরিদ হোসেন, জাহাঙ্গীর আলম পলাশ, একরামুল কবীর, মেহেদী হাসান সুমন, ইসলাম হোসেন, মাসুম বিল্লাল, সাইফুল ইসলাম, হুমায়ূন কবীর, সাকিবুল হাসান প্রমুখ।