রবিউল ইসলাম মিটু,যশোর : কমিউনিস্ট বিপ্লবী হেমন্ত সরকারের স্মরণসভা বুধবার বিকেলে যশোর শহরের দড়াটানায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট্রের কমিটি উদ্যোগে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন ।সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি খলিলুর রহমান খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক তাপস বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সম্পাদক হাফিজুর রহমান, ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি নাজিউর রহমান নজরুল, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সভাপতি আব্দুল হক, ঝিনাইদহ জেলা সহ-সভাপতি আব্দুস সালাম শাহ, নড়াইল জেলা সভাপতি আক্তার হোসেন, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও মাগুরা জেলা সভাপতি সুনীল সরকার, ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের যশোর জেলার সভাপতি শাহরিয়ার আমির, কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলার সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস ও জাতীয় ছাত্রদলের যশোর জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস। সভাটি পরিচালনা করেন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শামীমুল হক।