দলিতের উদ্যোগে কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রীদের উপবৃত্তি প্রদান

প্রকাশঃ ২০১৮-০১-০৬ - ২০:২৫

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিতের উদ্যোগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত ছাত্রীদের উপবৃত্তি প্রদান এবং দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দলিত-এর  প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, জেলা সমাজসেবা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুর রহমান, মনিরামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, বাংলাদেশ বেতার প্রতিনিধি রিমন খান প্রমূখ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দলিত-এর এই কার্যক্রমের প্রসংশা করেন এবং ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন দলিত-এর স্পন্সরশীপ অফিসার সুজান্না লোপা বাড়ৈ, হিসাবরক্ষক প্রদীপ দাস, সিডিও নেপাল চন্দ্র দাস, সিডিও চিন্তা রানী দাস সহ বিভিন্ন সংবাদকর্মীবৃন্দ। দলিত শিক্ষা কর্মসূচীর কার্যক্রমের উপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপন করেন সিডিও বিপ্লব মন্ডল। সিডিও উত্তম দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে মনিরামপুরের ৬০ জন ছাত্রীকে  মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা  উপবৃত্তি প্রদান করা হয়।