মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ শিক্ষকদের অবসর ও কল্যান তহবিল-এর ৪ শতাংশ কর্তন ও জাতীয় করণের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখা এক ঘন্টার মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।
বুধবার স্থানীয় নিমতলা মোড়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখা বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত ঘন্টা ব্যাপী ফুলবাড়ী-ঢাকা মহসড়কের পার্শ্বে দাঁড়িয়ে মানব বন্ধন করেন। মনব বন্ধন চলা কালে শিক্ষকদের দাবী নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি ফুলবাড়ী শাখার সভাপতি সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, কোষাধ্যক্ষ পুকুরিহাট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার সরকার এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএম বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক একেএম আসাদুজ্জ্বামান কনক, খয়েরবাড়ী মনমোহন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংস্কৃতিক সম্পাদক ধীমান চন্দ্র সাহা, খায়রুল আলম, রেজাউল ইসলাম, আশফাকুল আলম ও আজিজুল হক প্রমূখ।
মানব বন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন।