ডুমুরিয়ায় অসহায় স্কুল শিক্ষকের জমি দখলের পায়তারা

প্রকাশঃ ২০১৮-০১-০৭ - ২০:১১

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামের নজরুল ইসলাম শেখের ওয়ারেশ সূত্রে প্রাপ্ত দখলীয় জমি প্রভাবশালীদের গ্রাস থেকে রক্ষা পেতে দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছে এক অসহায় স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামে। উপায়ান্ত না পেয়ে থানা পুলিশেল সরনাপন্ন হন তিনি। বিষয়টি জানতে পেরে একই এলাকার প্রভাবশালী মৃত: ওহাব সরদারের ছেলে কামরুল ইসলাম ও নহর শেখেরে ছেলে আমাজাদ শেখ সহ ৫/৬ জন অজ্ঞাত নামা নজরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগাজসহ প্রান নাশের হুমকি দেয়। গত ৫ই জানুয়ারি দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই ঘটনা ঘটে। থানায় দায়েরকৃত জিডি সূত্রে জানা যায় রাজাপুর এলাকার স্কুল শিক্ষক শেখ নজরুল ইসলাম তার জমিতে বসবাস সহ চাষাবাদ করে জিবীকা নির্বাহ করে আসছে। কিন্তু অবৈধ ভাবে এই প্রভাবশালী ব্যক্তিরা জমি দখলের পায়তারা করছে। এ ব্যাপারে তিনি বিজ্ঞ আদালতে খুলনা জেলা জজ ২য় আদালতে ১৫৭/১৬ নং দেওয়ানী মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে কামরুল সরদারের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন আমি যদি কোন কথা বলে থাকি তাহা থানার মধ্যে বলেছি। থানার বাহিরে এসে নজরুলকে কোন কথা বলিনি।