গোলাম মোস্তফা খান, খুলনা : চিহ্নিত বালু উত্তোলনকারীরা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থেকে তাদের আর্শিবাদেই বেশ কয়েক বছর যাবৎ দাকোপের নদী নালা থেকে বালু উত্তোলন করে আসছে । আর দীর্ঘদিন যাবৎ একটানা দাকোপের নদী নালা খাল বিল থেকে অবাঁধে একটানা অবৈধভাবে বালি উত্তোলনের কারনে ভাংগন কবলিত গোটা দাকোপের ৩টি পোল্ডারই বর্তমানে হুমকির সম্মুখিন।পরিবেশবিদরা আশংকা করেছেন এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে দাকোপের ৩টি পোল্ডারই সামান্ন ঝড় ঝনঝায় আইলার মত তলিয়ে যেতে পারে।
খোজখবর নিয়ে জানা গেছে,ঠিকাদারি কাজে,বাড়ির কাজে,পুকুরভরাটে,রাস্তার কাজে,খালভরাট সহ নানা কাজে বেশ কিছু কাল যাবৎ ভুপৃষ্ঠ তলদেশ থেকে মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে ভরাটের কাজ করা হয়। আগে এসকল সবই চলতো কিন্তু এমনিভাবে বালু উত্তোলন করা হতো না। এখন কেমন যেন সবছেয়ে বড় ও লাভজনক ব্যবসা বালি উত্তোলন বাণিজ্য, তাই সকলে ঝুকে পড়েছে এ ব্যবসায়। প্রভাবশালী ব্যাক্তিরাই এ ব্যবসায় নাকি জড়িত এমন জানা গেছে। বিয়টি নিয়ে বিগত ও বর্তমান জেলা প্রশাসক বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বললেও লোকাল দায়িত্বরতদেও কখনও তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যায় না, বড় ধরনের চাপ হলে তখন নামকেয়াস্তে ২/১টি অভিযানের পর আবার একই ষ্টাইলে অবৈধ কারবার শুরু হয়ে যায়।এ ব্যাপারে গত একবছরে সবচেয়ে বেশী লেখালেখি হলেও কেউ তোয়াক্কা না করেই ব্যবসা চালিয়ে যায় বলে এলাকার সর্বস্তরের মানুষের অভিযোগ।দাকোপের নাগরিক পরিষদের নেতারা জানান সত্তর বালু উত্তোলন বন্ধ না হলে সমাবেশের ডাক দেওয়া হবে,তারপর জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করবো ।