ঢাকা অফিস : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা এখনো অপরিবর্তিত। দুটি উন্নত ডায়ালাইসিস হলেও তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের আরও বলেন, ‘তিনি এখনও শঙ্কামুক্ত নন। তার অবস্থা আশঙ্কাজনক। যে কোন সময় যে কোন দিকেই যেতে পারে। তবে গত দুদিনের চিকিৎসায় চিকিৎসকরা আশাবাদী। কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসকরা মনে করছেন যে, চিকিৎসা চালিয়ে যেতে পারলে দু-তিন দিনের ভেতরে তার অবস্থা স্বাভাবিক হতে পারে।’
জি এম কাদের বলেন, যতদিন দরকার হবে ততদিন এই ডায়ালাইসিস চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সামরিক হাসপাতালের চিকিৎসকরা এরশাদকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তারা দেশী-বিদেশী বিশেষজ্ঞের সাথে আলাপ-আলোচনা করেই চিকিৎসা দিচ্ছেন। তবে এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না- এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে। তাই ডাইলাসিস করা হয়েছে বলে জানান তিনি।
 
					 
                             
                             
                             
                             
                            