কুষ্টিয়ায় কাবিটা প্রকল্পের চেক বিতরন করলেন এমপি হানিফ

প্রকাশঃ ২০১৮-০২-২৫ - ১৯:৫৩

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় উপজেলা উন্নয়ন প্রকল্প এর আওতায় সেলাই মেশিন, মানবিক সহায়তা কর্মসুচী আওতায় ঢেউটিন (চেক) এবং মাননীয় সংসদ সদস্যের অনুকুলে বরাদ্দকৃত টিআর ও কাবিটা প্রকল্পের চেক বিতরন করা হয়েছে। রবিবার বিকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ এমপি। এসময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নে কাজ করছে। একদিকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নন; তিনি অসহায়, গরিব-দুঃখী মানুষের অভিভাবক। এ কারণেই তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশ ও জনগণের উন্নয়ন ও কল্যাণে বিশ্বাস করে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষ শান্তিতে থাকে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়নার সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুনের পরিালনায় বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা। পরে উন্নয়ন প্রকল্প এর আওতায় ১৩২ জনকে সেলাই মেশিন, মানবিক সহায়তা কর্মসুচী আওতায় ঢেউটিন (চেক) এবং মাননীয় সংসদ সদস্যের অনুকুলে বরাদ্দকৃত টিআর ও কাবিটা প্রকল্পের চেক বিতরন সেলাই মেশিন বিতরন করা হয়।