টানা বৃষ্টিতে তালায় জলাবদ্ধতা সৃষ্টি

প্রকাশঃ ২০১৭-০৭-২০ - ২২:১৩

তালা, সাতক্ষীরাঃ এক টানা বৃষ্টিতে তালা উপ-শহরের অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। কোথাও কোথাও হাটু পানি জমেছে। অনেক রাস্তার পাশে জমে থাকা পানিতে চলাচলের ভোগান্তির সৃষ্টি হয়েছে।
টানা বৃষ্টিতে বৃহস্পতিবার সকালে উপজেলার মহিলা কলেজ রোড, হাসপাতাল রোড, প্রেসক্লাব মোড়ে, সরকারী কলেজ রোড, মহল্লাপাড়া বাইপাস সড়কসহ তালা বাজারের বেশির ভাগ জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া পাটকেলঘাটা বলফিল্ড, পশ্চিম পাড়া, কপোতাক্ষ সংলগ্ন বস্তিগুলো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যানবাহনগুলো নিদারুণ কষ্টের মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছে। শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে স্কুলে গিয়ে আবার কাকভেজা হয়ে বাড়ি ফিরছে। মাধ্যমিক স্কুলের পরীক্ষার্থীরা ছিল চরম বিপাকে। তারা ভিজা কাপড়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে।
তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, টানা বৃষ্টির ফলে উপ-শহরের কিছু নিচু এলাকায় পানিতে তলিয়ে গেছে। তবে গ্রাম অঞ্চলে পানি ঢোকার খবর পাওয়া যায়নি।
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, উপজেলা চত্বরে অবস্থিত মৎস্য অফিস, সমাজ কল্যাণ ও সমবায় অফিসসহ আশেপাশের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।