দেবহাটায় ৪৬তম মাধ্যমিক পর্যায়ে ফুটবলের ফাইনালে দেবহাটা চ্যাম্পিয়ন

প্রকাশঃ ২০১৭-০৭-৩০ - ২৩:০১

হারুন-অর রশিদ, দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ৪৬তম উপজেলার মাধ্যমিক পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেবহাটা ফুটবল মাঠে রবিবার বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহন করে দেবহাটা বিবিএমপি সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও অন্যদিকে অংশগ্রহন করে সুবর্নাবাদ সেন্ট্রাল হাইস্কুল। ফাইনালে দেবহাটা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে এক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাবেক শিক্ষক আফছার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা রিসোর্স কর্মকর্তা সাইদুল হক, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইয়াছিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জিন্নাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন বরুন কুমার। সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন একে আজাদ কানন ও আব্দুস সাত্তার। খেলায় উভয় দল কোন গোল করতে না পারায় শেষে টাইব্রেকারে দেবহাটা জয়লাভ করে।