মুক্তিযোদ্ধা আকবর আলির আক্ষেপ : বিজয়ের মাস এলেই কি আমাদের খোঁজ নিতে হয় ?

প্রকাশঃ ২০১৭-১২-১৭ - ১৪:০৩

রাহাত রাজা: বিজয়ের মাস এলেই বুঝি আমাদের খোঁজ নিতে হয়। এর আগে তো কোনোদিন খবর নেন না। সরকারের কাছ থেকে ভাতা পাই, কিন্তু যে অনটন ও দুঃসময়ের মধ্যে দিন কাটাই তা নিয়ে কারও ভাবনা নেই। সাতক্ষীরার কয়েকজন অসচ্ছল মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলতে গেলে তারা এমন সব উত্তপ্ত বাক্য ছুড়ে দিলেন।
ভোমরার নবাদকাটির যুদ্ধে তিনজন খানসেনা হত্যার নায়ক ঘোনা গ্রামের আকবর আলি একজন দিনমজুর থেকে হয়ে উঠেছিলেন বীর মুক্তিযোদ্ধা। বেলেডাঙ্গার যুদ্ধে চারজন খান সেনাকে আটক করেছিলেন তিনি ও তার বাহিনী। সে সময় গোলাগুলির শব্দে তার দুটি কান শ্রবণশক্তি হারিয়ে ফেলে। একাত্তরের এই সাহসী বীর পুরুষ এখন রোগ যন্ত্রণার কাছে হার মেনেছেন। তার বুকের দুটি বাল্বই নষ্ট হয়ে আছে। স্ত্রী ফজিলা খাতুন অসুস্থ। দুই ছেলে মাঠে-ঘাটে মজুরি খাটে। আকবর আলি এখনও হাটে মাঠে প্রাণ খুলে মুক্তিযুদ্ধের গান গেয়ে শোনান। মুক্তিযুদ্ধের ইতিহাস শোনান। গেয়ে শোনান দেশের গান। আর বঙ্গবন্ধুর ভাষণ নকল করে প্রচার করেও বেশ শান্তি পান আকবর।