শ্যামনগরে হত্যা মামলার প্রধান আসামীকে যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশঃ ২০১৭-১১-০২ - ২৩:৩৭

শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের আনছার আলী গাজীর হত্যা মামলার প্রধান আসামী দেউলিয়া গ্রামের মৃত: হামিজ উদ্দীন শিকারীর পুত্র হাফিজুর রহমানকে সাতক্ষীরা এডিশনাল ১নং আদালত যাবর্জীবন (মৃত্যুর পূর্ব পর্যন্ত) কারাদন্ড প্রদান করেছে। এলাকা সূত্র জানায়, শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের আনছার আলী গাজীর শশুরের মৃত্যুর পর স্ত্রীর প্রাপ্য ফারাজ সম্পত্তি শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছিলো। আনছার আলীর শালক হাফিজুর রহমান লোভের বশবর্তী হয়ে উক্ত সম্পত্তি দখল করতে যেয়ে ধারালো অস্ত্রের আঘাতে আনছার আলীকে হত্যা করে। এ ঘটনায় আনছার আলীর পুত্র ইব্রাহিম হোসেন মনি বাদী হয়ে ১৮/০১/২০০৮ ইং তারিখ শ্যামনগর থানায় মামল করে। মামলা নং ২৩ তারিখ ১৮/০১/২০০৮। ৩১/১০/২০১৭ তারিখ সাতক্ষীরা এডিশনাল ১নং আদালতের বিচারক জর্জ আশরাফুল আলম উক্ত মামলার ১নং আসামী হাফিজুর রহমানকে সারা জীবন কারাদন্ডের আদেশ দিয়ে রায় ঘোষনা করেছেন। বাদী পক্ষের উকিল ছিলেন সরকারী পক্ষের পিপি কার্তিক চন্দ্র ও আইনজীবি হায়দার আলী। বিবাদী পক্ষের উকিল ছিলেন আইনজীবি আবু বক্কর সিদ্দিক।