আওয়ামীলীগ সরকার সন্ত্রাসী চাঁদাবাজ চরমপন্থীর শিকর উপড়ে ফেলেছে : শেখ হারুন

প্রকাশঃ ২০১৮-১২-২১ - ২০:১২

বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে এলাকায় ধানকাটা মৌসুমে লাঠিয়াল বাহিনীর উৎপাত থেকে মানুষ রক্ষা পেয়েছে। নারী পুরুষ সকলে শান্তিতে ঘুমাতে পারছে। সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ব্যবসায়ী চরমপন্থীদের শিকড় উপড়ে ফেলেছে। দাকোপ বাটিয়াঘাটার মানুষ এখন উন্নয়নের সুফল ভোগ করছে। শোলমারী ব্রিজ নির্মিত হওয়ায় জেলা শহরের সাথে মানুষের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। আগামীতে ঝপঝপিয়া পোদ্দারগঞ্জ ব্রিজ নির্মিত হলে সুন্দরবনের সাথে পর্যটকসহ এলাকার মানুষের নিবিড় সম্পর্ক স্থাপন হবে। শুক্রবার বিকেলে বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা সাইক্লোন সেল্টার প্রাঙ্গনে নৌকা প্রতীকের এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান শেখ হাদীউজ্জামান হাদীর সভাপতিত্বে বিবেক বিশ্বাস ও তুলসি দাস বিশ্বাসের সঞ্চালনায় সম্মানীয় অতিথি ছিলেন আওয়মীলীগ মনোনীত প্রার্থী এমপি পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি ননী গোপাল মন্ডল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জামাল, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, দাকোপ উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, এ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী, জেলা আওয়মীলীগ নেতা হালিমা বেগম, জয়ন্তী রানী সরদার, বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা জেলার সভাপতি এসএম ফরিদ রানা, তাতী লীগের সভাপতি সুমন আহমেদ, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার,  সাধারণ সম্পাদক ইমরান হোসেন।  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, আব্দুল কাদের সেখ, আব্দুল হাদী সরদার, ইসমাইল হোসেন মোল্যা বাবু, মিজানুর রহমান গোলদার মিলন আওয়ামীলীগ নেতা শিবপদ মন্ডল, দেবপ্রসাদ বিশ্বাস, পলাশ রায়, চয়ন বিশ্বাস, মাসুদ রানা, অনুপম বিশ্বাস, শিক্ষক পল্লব বিশ্বাস রিঠু, বুলু রায় গাঙ্গুলী, ভগবতী গোলদার, চঞ্চলা মন্ডল, সঞ্চিতা রায়, দেব প্রসাদ সরকার, মানষ পাল, মিঠুন রায়, নজরুল ইসলাম খাঁ, নারায় রায়, সনেট মল্লিক, মুজিবর রহমান খোকন, গোলাম হোসেন, নিহার মন্ডল, সৌমেন বিশ্বাসক, সুব্রত বিশ্বাস, শিপন ভূঁইয়া, বিপ্লব মল্লিক, প্রকাশ রায়, শিমুল গাজী, উপেন্দ্র নাথ রায়, অরিন্দম গোলদার, মিজানুর রহমান মিজান, আব্দুল হাই বিশ্বাস, সুরোজিৎ মন্ড, শফিকুজ্জামান, দেলোয়া হোসেন মিয়া, ডা: আহম্মদ আলী, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, মনোরঞ্জন মন্ডল মন্ডল, প্রহ্লাদ জোতদার, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিপন, নৃপেন বিশ্বাস, পলাশ রায়, পলাশ সরকার, হিমাদ্রী বিশ্বাস, বিকাশ হালদার, দেবপ্রসাদ, সাধন প্রমুখ।