ঝিনাইদহে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৫-০৯-২১ - ২৩:৩৪
দাকোপ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা পরিষদ কার্যালয়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি) রথীন্দ্র নাথ রায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খালিদ হোসেন সিদ্দিকী এবং এভিসিবি-৩ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট রিসোর্স টিমের সদস্যবৃন্দ, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, উপজেলা কো-অর্ডিনেটর, পিএফএ এবং জেলার ৬৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ।
সভায় প্রধান অতিথি গ্রাম আদালত সক্রিয়করণ ও কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অগ্রগতি প্রতিবেদন (জুলাই ২০২৪ – জুন ২০২৫):
প্রতিবেদন অনুযায়ী গত এক বছরে ঝিনাইদহ জেলায় মোট ১,৯৩৭টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১,৮৬৮টি মামলার এবং সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ১,২১৮টি মামলায়। এছাড়া ক্ষতিপূরণ আদায় হয়েছে মোট ১ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৫৬০ টাকা। সভায় গ্রাম আদালত কার্যক্রমে অবদানের জন্য জেলার মধ্যে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে শীর্ষস্থান অর্জনকারী তিনটি ইউনিয়নকে সম্মাননা প্রদান করা হয়।