আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বটিয়াঘাটায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১২-১০ - ২২:২১

বটিয়াঘাটা প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে রবিবার বেলা ২টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ্যযন্ত্র সহকারে র‌্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। কমিশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। সাংবাদিক ফরিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, সহকারী কমিশনার(ভূমি) শেখ মোঃ মহি উদ্দিন, থানার ওসি মোঃ মোজাম্মেল হক মামুন, কমিশনের খুলনা জেলা শাখার সহ-সভাপতি শাহ ্ মামুনুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত এইচ জিয়া ও অর্থ সম্পাদক আলহাজ্ব গাজী ওহিদুজ্জামান খোকন। কমিশনের সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষের স্বাগত বক্তৃতার মধ্যদিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাম চন্দ্র সাহা, সিঃ মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, ভ্যাটেনারী সার্জন বঙ্কিম হালদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, কমিশনের সিঃ সহ-সভাপতি অধ্যক্ষ অমিতেশ দাশ, ইউপি চেয়ারম্যান আ’লীগনেতা মনোরঞ্জন মন্ডল, আ’লীগ নেতা মানস পাল, প্রধান শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, কমিশনের সহ-সভাপতি রবিন্দ্রনাথ ঢালী, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে প্রশান্ত গোলদার, মোঃ দাউদ হোসেন, অধীর কুমার মন্ডল, প্রাণ কৃষ্ণ মল্লিক, নিরঞ্জন কুমার রায়, জগদ্বীশ মল্লিক, হরিপদ মল্লিক, নির্মল চন্দ্র অধিকারী ও অধ্যাঃ বিদ্যুৎ কুমার রায়, যুগ্ম-সম্পাদক পরিতোষ রায়, অলোক মল্লিক, ব্রজেন রায়, বীরমুক্তিযোদ্ধা বিকাশ কুসুম মন্ডল, সাংগঠনিক সম্পাদক সুসেন মন্ডল, বুদ্ধদেব মন্ডল, মিজানুর রহমান এলাহী, বীরমুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন, অর্থ সম্পাদক ব্যবসায়ী রঞ্জন মিস্ত্রী, ডাঃ বিকর্ন গাইন, আইন সম্পাদক এড. প্রশান্ত বিশ্বাস, আন্তর্জাতিক সম্পাদক এড. মোঃ শওকত আলম, দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ আছাদুজামান, সমাজকল্যাণ সম্পাদক শিউলী মিস্ত্রী ও পার্থ রায়, সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক গাজী তরিকুল, সাংবাদিক শাওন হাওলাদার, নিজেরাকরির কর্মকর্তা নাহিদ রেহেনা, কমিশনের লবণচরা থানার সভাপতি আঃ সরদার আবু ইছা, দিঘলিয়া উপজেলার সম্পাদক ছালাউদ্দিন বাবু, সাজ্জাদ হোসেন, হাসনীইন অপু, কমিশনের সদস্য শহীদ সানা, শফিকুল ইসলাম, মিলন কান্তি বালা, সবুজ সরকার প্রমূখ। এ সময় প্রধান অতিথি কমিশনের সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরন করেন। অপরদিকে দিবসটি পালন উপলক্ষ্যে সুরক্ষা, নাগরীক অধিকার ও মর্যাদা(সুনাম) এবং ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটর্স অব বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বেলা ১১টায় এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।