ফুলতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

প্রকাশঃ ২০২৫-০৮-১৮ - ১৮:৫৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ শ্লোগানকে সামনে রেখে ফুলতলায় পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে ফুলতলা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ শাহ, আইসিটি অফিসার অজয় কুমার পাল, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কচি খানম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সেক্রেটারী শেখ মনিরুজ্জামান, মৎস্য চাষী ফ ম আঃ রহমান, মোঃ আব্বাস সরদার, মোঃ লুৎফর বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে মোঃ হাসান ইমামুল হক ভুঁইয়া, মোঃ ফেরদাউস মোল্যা, মোঃ মিলন মোল্যা, শাহাবুদ্দিনকে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । এর পূর্বে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী ও উপজেলা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।