আজগর হোসেন ছাব্বির : সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র দাকোপবাসীর জন্য মানবিক সহযোগীতায় এগিয়ে আসলো দাকোপ পুলিশ প্রশাসন।
শুক্রবার বিকালে খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল দাকোপ মোঃ আসাদুজ্জামান এবং দাকোপ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী যৌথভাবে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। উপজেলা সদর চালনা পৌরসভা, পানখালী ইউনিয়ন এবং তিলডাঙ্গা ইউনিয়নে আম্ফানে ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ এবং হতদরিদ্র এমন ৪০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরন করেছেন তারা। পরিবার প্রতি ৭ কেজি চাল, ডাল, আলু, পেয়াজ এবং সোয়াবিন তৈল বিতরনের মাধ্যমে মানবিক সহায়তা করলেন পুলিশ প্রশাসন। এ সময় দাকোপ থানার এস আই পলাশ কুমার দাসসহ পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগেও করোনায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারের মাঝে ধারাবাহিক খাদ্য সামগ্রী বিতরন করেছেন দাকোপ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী। চলমান এই মানবিক সহায়তার মাধ্যমে পুলিশের প্রতি সর্ব সাধারনের যে কেবল আইন প্রয়োগের কঠোরতার ধারনা ছিল সেই বদ্ধমুল গতানুগতিক ধারার বাইরে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন তারা। মানুষের চরম দুঃসময়ে পুলিশের এমন মানবিক কাজের প্রশংসা করেছেন এলাকাবাসী।