ঢাকা অফিস : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা গত কয়েক দিনের চেয়ে কিছুটা উন্নতির দিকে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনো পুরোপুরি শংকামুক্ত নন। তার সুস্থ হতে অনেক সময় লাগবে।
শনিবার সকালে, উত্তরায় নিজ বাসভবনে এসব কথা জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
জি এম কাদের আরও জানান, ‘শারীরিক অবস্থা যতটুকু আমরা তার চিকিৎসকদের মাধ্যমে জানতে পারলাম, তাতে গতকালের চেয়ে আজকে অবস্থা আরেকটু উন্নতির দিকে। চিকিৎসকদের মূল্যায়নে ৫০ ভাগ সুস্থতা তিনি লাভ করেছেন। এখনও অনেক জটিলতা আছে। সম্পূর্ন শঙ্কা মুক্ত নন তিনি। তবে এ উন্নতির ধারা যদি অব্যাহত থাকে, তবে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা আশাবাদী।’