এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে ইভটিজিং-এ আটক যুবককে গণধোলাই দিয়েছে এলাকাবাসি।
কেশবপুর থানায় মামলা সূত্রে জানাগেছে, উপজেলার শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রী সোমবার রাত ৮ দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পথিমধ্যে শ্রীরামপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে শাহীন হোসেন (২৫) তাকে ইভটিজিং করে। এসময় ঐ ছাত্রীর আতœচিৎকারে এলাকাবাসি শাহীনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এঘটনায় ঐ ছাত্রীর পিতা হেলাল উদ্দীন বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেছে। যার নং ১৮, তারিখ ২১-১১-২০১৭।