গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার রাতে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, আধিপত্য বিস্তার নিয়ে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার বাসিন্দাদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এ ঘটনার পর ওই গ্রামে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা করেনি।