কয়রায় কৃষক মাঠ দিবস পালন

প্রকাশঃ ২০১৮-০৩-২৫ - ১৮:৪৩

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ও বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট সরেজমিন গবেষনা বিভাগ দৌলতপুর খুলনার সহযোগিতায় উপকুলীয় লবনাক্ত এলাকায় বাংলাদেশ গবেষনা ইন্সটিটিউট উদ্ভাবিত বারি গম-২৫ এর উপর কৃষক মাঠ দিবস পালন করা হয়। ২৫ মার্চ বেলা ১১ টায় মহারাজপুর এলাকায় উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরেজমিন গবেষনা বিভাগ দৌলতপুর খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর খুলনা প্রতিনিধি শেখ আল এহসান। সরেজমিন গবেষনা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তফা কামাল শাহাদাতের পরিচালনায় এতে বক্তৃতা করেন বৈজ্ঞানিক সহকারি মোঃ জাহিদ হাসান,সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী,শেখ মনিরুজ্জামান মনু,শিক্ষক মাওলানা আব্দুল হালিম,স্থানীয় কৃষক আঃ জব্বার,মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। মাঠ দিবস অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা জানায় এ বছর লবনাক্ত জমিতে বারি-২৫ জাতের গম চাষ করে তারা ভাল ফসল উৎপাদন করতে পেয়েছে।