কয়রা প্রতিনিধিঃ কয়রায় প্রাথমিক শিক্ষক কর্তৃক জমি দখলের পায়তারা চালিয়ে অতর্কিত হামলায় ৪জনকে আহত করার অভিযোগ উঠেছে । বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং কয়রা (পল্লী মঙ্গল) গ্রামে । ভুক্তভোগি ও এলাকা বাসি সুত্রে জানা গেছে ২০১৬ সালে ভুক্তভোগি রজব আলী সানা প্রতিপক্ষ এর একটি শরিকদের কাছ থেকে ৩৩শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছে। অপরদিকে রফিকুল মাষ্টার ও মালেক মাষ্টার গংরা বিভিন্ন সময় বেআইনি ভাবে দখলের পায়তারা চালালে কয়েক বার সালিশ মিমাংসার জন্য থানায় বসাবসি করা হয় । কিন্তু অদৃশ্য শক্তির বলে প্রতিপক্ষ শিক্ষকদ্বয় কোন কিছুর তোয়াক্কা না করে ষড়যন্ত্র করতে থাকে। তারই অংশ হিসেবে শনিবার সকালে জমিতে ধান রোপন করা অবস্থায় রফিকুল মাষ্টারের নেতৃত্বে ২০/৩০ জনের একট দল দা, কুড়াল, খোন্তা, শাবল, বটি সহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী সানা গংদের উপর হামলা চালায় । উক্ত হামলায় রজব আলী সানা, তার ভাই কহিনুর আলম , জামাই আজিবার ও ছেলে আনিছুর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছেন। এর মধ্যে রজব আলী সানার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে জানতে চেয়ে রফিকুল মাষ্টারের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। কয়রা থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন মৌখিকভাবে শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ খবর লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।