খুলনা : খুলনা নগরীতে অভিযান চালিয়ে ২৩ রাউন্ড পিস্তলের বুলেট ও ১১ রাউন্ড বন্দুকের কার্তুজসহ একজনকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। আটক মোঃ ইকবাল ইউসুফ (৩৮) সোনাডাঙ্গা মডেল থানাধীন পশ্চিম বানিয়া খামার বাঁশতলা ক্রস রোড এলাকার নজরুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বসতঘরে অভিযান চালিয়ে পিস্তলের বুলেট ও বন্দুকের কার্তুজসহ সোমবার দুপুর দেড়টায় আটক করা হয়েছে। এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।