খুলনা : খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় পৃথক অভিযানে মা-মেয়েসহ তিন ইয়াবা মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর বেলা নগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হচ্ছেন মা আকলিমা বেগম (৪৫) ও তার মেয়ে ঝর্ণা বেগম (২৬)। এছাড়া অপর মাদক বিক্রেতা রানা শিকদার (৩০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ আহসান হাবিবের নেতৃত্বে সোমবার দুপুরে নগরীর টুটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় উক্ত এলাকা থেকে আকলিমা বেগম ও তার মেয়ে ঝর্ণা বেগমকে ২৪০ পিস ইয়াবাসহ তাদের আটক করেন। এ ঘটনায় সংস্থার গোয়েন্দা বিভাগের পরিদর্শক পারভীন আক্তার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অপর অভিযানে টুটপাড়া কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ পিস ইয়াবাসহ রানা শিকদার নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেন। এ ব্যাপারে ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ আহসান হাবিব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মাদকের আইনে মামলা দায়ের করেন।