বিজ্ঞপ্তি : খুলনার দাকোপ উপজেলা সদরে প্রয়াতঃ বীর মুক্তিযোদ্বা দুলাল কৃষ্ণ বিশ্বাসের বসতবাড়িতে হামলা ও ভাংচুর এবং মুক্তিযোদ্বার স্ত্রী মিনা বিশ্বাসকে ধাক্কা মারপিট ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে স্থানীয় উপজেলা চেয়ারম্যান মুনছুর আলী খানের সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী মিনা বিশ্বাস বাদী হয়ে স্থানীয় দাকোপ থানায় মামলা দায়ের করলেও পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। এই ন্যাক্কারজনক হামলা ও মারপিটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বিবৃতি প্রদান করছে খুলনা জেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির সভাপতি সাংবাদিক সুনীল দাশ, সহসভাপতি প্রভাষক পঞ্চানন মন্ডল ওমাহফুজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক এসএম সোহেল ইসহাক, সহসাধারণ সম্পাদক এ্যাড: নুরুন নাহার পলি ও এনজিও কর্মকর্তা পলাশ দাশ, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম বাপী, মানবাধিকার সম্পাদক এ্যাড: পপি ব্যানার্জি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিংটন মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরীফ খান, কার্যকারী সদস্য যথাক্রমে, মাহমুদ হাসান রনি, মাহবুব আলম বাদশা, ফরহাদ হোসেন মিটন,শেখ হাসান মাহফুজ, তাপসী রাবেয়া, মিজানুর রহমান স্বপন,অনুপম সরকার,সাগর সেন, রিপন দাস,বাহালুল আলম,জগন্মাথ কর্মকার, বেনজির আহমেদ মুকুল, রোজি গাইন, জি এম রাসেল ইসলাম, মিঠুন দাস।
উল্লেখ্য, গত ১০জুন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনছুর আলী খানের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী মুক্তিযোদ্ধা দুলাল কুষ্ণ বিশ্বাসের বাড়ীতে হামলা করে বাউন্ডারী ওয়ালসহ ঘরবাড়ী ভাংচুর এবং গাছপালা কেটে ফেলে।