খুলনা সাংবাদিক ইউনিয়নের শোক

প্রকাশঃ ২০২০-০৬-১৭ - ১৮:২৪
বিজ্ঞপ্তি : খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য দিলীপ পালের মা এবং ইউনিয়নের কোষাধ্যক্ষ ও ইন্ডিপেনডেন্ট টিভি’র খুলনা প্রতিনিধি অভিজিৎ পাল এর দাদী ননী বালা পাল (৯২) বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে নগরীর দোলখোলাস্থ ছেলের বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে সকল প্রস্তুতি শেষে রূপসা মহাশ্মশানে তার সৎকার সম্পন্ন হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কেইউজে’র নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা।