চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়ের জন্য ওষুধ কেনার টাকা ধার আনতে গিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) রাত ১১টায় উপজেলা সদরের মীরপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন— কামাল হোসেন প্রকাশ ধামা কামাল (৪২), গিয়াস উদ্দিন (৩০) ও রোকেয়া বেগম (৩৫)।
পুলিশ জানায়, অসুস্থ মেয়ের জন্য ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে টাকার প্রয়োজন পড়ে ধর্ষণের শিকার গৃহবধূর। এসময় ওই গৃহবধূ তার পূর্বপরিচিত রোকেয়া বেগম নামে এক নারীর সঙ্গে টাকার জন্য যোগাযোগ করেন। রোকেয়া ওই গৃহবধূকে টাকার জন্য বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে কামাল ও গিয়াস উদ্দিন নামে দুই ব্যক্তি জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরবর্তীতে আশপাশের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। পরে ভুক্তভোগীর অভিযোগ পেয়ে শনিবার রাতে অভিযুক্ত তিনজনকে উপজেলা সদরের মীরপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, টাকা ধার দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালানো হয়। শনিবার রাত ১১টার দিকে চালানো এ অভিযানে অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার) তাদের কারাগারে পাঠানো হয়েছে।