চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিয়ের ৮ মাসের মধ্যে ১৯ বছরের স্ত্রী শম্পাকে (ছদ্মনাম) যৌতুকের জন্য চাপ দিতে থাকে ২৪ বছরের স্বামী জুয়েল। কিন্তু শম্পার বাবার আর্থিক দুরাবস্থার কথা বলে টাকা দিতে পারবে না- জানালে জুয়েল তার স্ত্রীকে মারধর করে। এক পর্যায়ে শম্পার গলায় ছুরিকাঘাত করে স্বামী পালিয়ে যায়। এরমধ্যে তাদের প্রতিবেশির দেয়া হেল্পলাইন কলে (৯৯৯) শম্পাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে পলাতক স্বামী জুয়েলকে ২৪ ঘণ্টার মধ্যে আটক করে বাকলিয়া থানা পুলিশ।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে বাকলিয়া থানার বগার বিল এলাকার শান্তির নগরে এ ঘটনা ঘটে বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দীন।
তিনি বলেন, ‘জুয়েল যৌতুকের জন্য তার স্ত্রীকে প্রায় সময় মারধর করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। সর্বশেষ গতকাল (শুক্রবার) সকালে সে তার স্ত্রীকে ৫০ হাজার টাকা যৌতুক আনার জন্য চাপ দেয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। বিবাদের এক পর্যায়ে জুয়েল তার স্ত্রীর গলায় ছুরি দিয়ে পোজ দেয়। এতে তার স্ত্রীর রক্তক্ষরণ হতে থাকলে সে তার স্ত্রীর মৃত্যু অনুমান করে পালিয়ে যায়। তখন তার পার্শ্ববর্তী বাসার বাসিন্দারা হেল্পলাইনে (৯৯৯) কল করে জুয়েলের স্ত্রীকে হাসপাতালে প্রেরণ করে।’
তিনি আরো বলেন, ‘আমরা আজকে অর্থাৎ ঘটনাটি ঘটার ২৪ ঘণ্টার মধ্যে জুয়েলকে আটক করতে সক্ষম হই। তার কাছ থেকে এ ঘটনায় ব্যবহৃত ছুরিও আমরা উদ্ধার করি। এ নিয়ে তাকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ২০০৩) এর ১১(ক) রুজু করা হয়।’