ডুমুরিয়ায় ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশঃ ২০২১-০২-২৪ - ১৫:৫৫

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ’র দাবীতে ২৭ তারিখের সমাবেশ সফল করার লক্ষে মঙ্গলবার বিকাল ৩টায় ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির নেতা আঃ আজিজ মোড়লের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যদেন, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথি বক্তব্যদেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম।
বিএনপি নেতা শফিকুল ইসলাম খান’র সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্যদেন, মোল্যা আবুল কালাম, মোল্যা মশিউর রহমান, শেখ মাহাবুর রহমান, দেলোয়ার হোসেন, গাজী আঃ রব, খান আবুল কালাম, পারভেজ গাজী, শেখ সোহরাব হোসেন, সোহরাব হোসেন খান, আরিফ হোসেন, মতিয়ার রহমান, খান ওলিয়ার রহমান, টুটুল কুন্ডু, জাহাতাব গাজী, শেখ রফিকুল ইসলাম, সরদার মজিয়ার, নজরুল হালদার, সরোয়ার মোড়ল, গোলাম রসুল, বাবু মুন্সি, জোনাব আলী ঢালী, আঃ হাই, আমজাদ গাজী, মকবুল, মনিরুল, আমিনুর রহমান, আনিচ শেখ, আঃ হালিম, অচিন্ত, নিতাই দাস, নিখিল দাস, শেখ আবু সাঈদ, হাফিজুর রহমান, আতিয়ার রহমান, আবু তালেব, রিপন হালদার, মোশাররাব হোসেন, আঃ কাদের, আনারুল গাজী, রেজা খান, রানা গাজী, আঃ রাজ্জাক, জিয়াউর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মতিয়ার রহমান। এছাড়া সমাবেশ সফল করার লক্ষে মাগুরখালী ও ভান্ডারপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।