ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় অসহায় দম্পত্তির সন্তানের চিকিৎসার্থে উপজেলা পরিষদের তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকালে ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ তার কার্যালয়ে এ টাকা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রামের অসহায় দম্পত্তি আলামিন মোড়ল-আনোয়ারা বেগমের ঘরে সাড়ে চার বছর আগে একটি কন্যা সন্তানের জন্ম হয়। আদর করে তার নাম রাখে দিথি। কিন্তু আদরের দিথি জন্ম থেকেই কঠিন রোগে আক্রান্ত। তার শরীরের মাথার অংশ দেহের তুলনায় বড় আকৃতির। একমাত্র সন্তানের চিকিৎসায় সবই হারাতে বসেছে ওই পরিবার। তাই শিশুটির চিকিৎসার জন্য উপজেলা পরিষদ তহবিল থেকে ১০ হাজার টাকা দেওয়া হল। এ সময় উপস্থিত ছিলেন শরাফপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।