ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসুচীর আয়োজন করা হয়।
কর্মসুচীর অংশ হিসেবে শনিবার সকালে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। পরে উপস্থিতিরা দলীয় কার্যালয়ে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করে এবং পরস্পরের মধ্যে কালোব্যাজ ধারণ করে। এরপর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রুদাঘরা ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা এবিএম শফিকুল ইসলাম, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, সরদার আবু সালেহ, গাজী তৌহিদ, জিএম ফারুক হোসেন, গোপাল চন্দ্র দে, আছফর হোসেন জোয়ার্দার, মোল্যা সোহেল রানা, এস এম জাহাঙ্গীর আলম, গোবিন্দ ঘোষ, শোভা রানী হালদার, হাসনা হেনা, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা। সভা শেষে জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলার সাজিয়াড়া মাদ্রাসায় জাতির পিতাসহ সকল শহীদদের স্মরণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকের সাথে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহন করেন। এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্টানে আলোচনা সভা ও মসজিদ, মন্দিরে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়।