ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকালে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের গোনালী গ্রামে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করা হয়।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার গোনালী গ্রামের আব্দুর রাজ্জাক শেখের সাথে প্রতিপক্ষ কবির উদ্দিন শেখ, আব্দুর রহিম শেখ, জোনাব আলী জোয়াদ্দার ও রস্তম আলী খানের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে শালিস বৈঠক হলেও কোন মিমাংশা হয়নি। হঠাৎ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে ওই জমিতে জোর করে ঘেরাবেড়া দিতে থাকে। এ সময় আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে কারণ জানতে চাইলে তার ওপর হামলা চালিয়ে শাবল ও লাঠি দিয়ে মারপিট করে। হামলায় তার হাতের একটি আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। এছাড়া ওই জমিত থাকা পালং-শাকের ক্ষেতটি নষ্ট করে দেয়। এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, আমার পিতার নামীয় ওই জমি নিয়ে প্রতিপক্ষরা আমার সাথে বিরোধ করে আসছে। স্থানীয় ভাবে শালিস হলেও তারা তা অমান্য করে জোর পূর্বক দখল করতে চায়। এমনি করে দখল করতে এসে আমাকে মারপিট করেছে এবং ক্ষেতে থাকা পালং-শাক মাড়িয়ে নষ্ট করে দিয়ে গেছে। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, জমি-জমা নিয়ে বিরোধের ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।