ডুমুরিয়া : চুকনগর বাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। নগদ টাকা, প্রাইজবন্ড ও পে-অর্ডার চেকসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। ভুক্তভোগীসূত্রে জানাগেছে, গত বুধবার গভীররাতে চুকনগর বাজারের আটলিয়া ইউনিয়ন সার ডিলার এসএম রাইসুল ইসলাম রনি প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে রাত ১০টার দিকে দোকানের দ্বিতীয় তলায় বাসায় চলে যান। রাত আনুমানিক ২টার দিকে ৩ থেকে ৪ জনের একটি চোরের দল দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ক্যাশ ড্রয়ারে রক্ষিত নগদ ৪ লাখ টাকা ও ২লাখ টাকার পে-অর্ডার চেক এবং ১ লাখ টাকার প্রাইজ বন্ডসহ মোট ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে তিনি জানান। সিসি টিভি ক্যামেরার ফুটেজে একজন চোর চিহ্নিত হওয়ায় পুলিশ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজহারুল ইসলাম (২৬) ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের তফছের মোড়লের পুত্র। ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
					 
                             
                             
                             
                             
                            