ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই’র লাঠির আঘাতে সিরাজুল ইসলাম (৪৫) নামের এক কৃষক মারা গেছে। থানা পুলিশ সোমবার দুপুরে তার লাশ উদ্ধার এবং ওই ঘটনায় জড়িত এক বৃদ্ধাসহ দু’জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম এলাকার মুক্তার গাজীর ছেলে সিরাজুল ইসলামের সাথে তারই চাচাতো ভাই মৃত আমজাদ গাজীর ছেলে নজরুল ইসলাম (৩৯), ইউনুচ গাজী (২৫) হাসান গাজী (২৫) ও হোসেন গাজীর (২৫) জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সকাল ১০টার দিকে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। তখন প্রতিপক্ষের লাঠির আঘাতে সিরাজুল ইসলাম মারা যান এবং হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরোত হাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ সময় গ্রামবাসীর সহযোগিতায় ঘটনায় জড়িত হাসান গাজী ও তাদের মা ফুলমতি বিবিকে (৭০) আটক করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, জমি নিয়ে বিরোধে একজন মারা গেছে। নিহতের লাশ মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে, বাকীরা গা ঢাকা দিয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।