ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবিরের বিদায় ও নবাগত শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েলের যোগদান উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকেলে উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে সহকারি শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী প্রাথমিক শিক্ষা অফিসার জি এম আলমগীর কবির ও নবাগত শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল। জানা গেছে, জিএম আলমগীর কবির বদলি হয়ে বটিয়াঘাটায় এবং শিকদার আতিকুর রহমান জুয়েল পিরাজপুর জেলার নাজিরপুর থেকে ডুমুরিয়ায় যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সকহারি শিক্ষা কর্মকর্তা ও অফিস সহকারিবৃন্দ।