দাকোপে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশঃ ২০২০-০৮-১৬ - ১৪:৩৮

আজগর হোসেন ছাব্বির : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দাকোপ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। সভায় মোবাইল কনফারেন্সের মাধ্যমে সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ ফকির, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান সরোজিত রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির রায়, শেখ শফিকুল ইসলাম আক্কেল, অধ্যাপক দুলাল রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, দেবব্রত বিশ্বাস, কনিকা বৈরাগী, গোলাম হোসেন শেখ, মনিরুল ইসলাম শিকদার, রবার্ট জীবন্ত নাথ, সরোজিত রায় কুঞ্জু, অধ্যাপক সুপদ রায়, নিত্যরঞ্জন কবিরাজ, গোবিন্দ বিশ্বাস, জি এম রেজা, কমলেশ গোলদার, মোঃ শিপন ভূঁইয়া, কুমারেশ বিশ্বাস, দেবাশিষ রায়, রতন মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, আজগর হোসেন বাপ্পি, বিধান বিশ্বাস, আরাফাত আজাদ, রাসেল কাজী, রাহুল রায় প্রমুখ।