দাকোপ প্রতিনিধিঃ দাকোপে চিহ্নিত সন্ত্রাসী কবির ওরফে ডাকাত কবির গ্রেফতার হওয়ায় এলাকাবাসী প্রশাসনকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরন করেছে। ২৬ জুন রবিবার দাকোপ থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে চালনা পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকার কবির ওরফে গ্রেফতার করে। গত ২৫ মে সুতারখালী ইউনিয়নে সংগঠিত চুরি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠিয়েছে। এ দিকে কবির গ্রেফতারের সংবাদ পেয়ে রবিবার রাতে পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, চালনা পৌরসভার প্যানেল মেয়র আঃ বারিক শেখ, আওয়ামীলীগনেতা নির্মল সরদার, আঃ রহিম গাজী, শিক্ষক বরলাম ঘোষ, বিধান চন্দ্র, গোলাম রসুল শেখ, গাজী সরোয়ার হোসেনের নেতৃত্বে শত শত এলাকাবাসী পৃথক পৃথকভাবে অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল রাশেদ হাসান এবং দাকোপ থানার অফিসার উজ্জল কুমার দত্তের সাথে দেখা করে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানায়। একই সময় তারা মিষ্টি বিতরন করে। দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত জানায় এ পর্যন্ত তার নামে বিভিন্ন অপরাধের ১৩ টি মামলা রয়েছে। উল্লেখ্য এক সময়ে রামপালের স্থায়ী বাসিন্দা কবির ওরফে ডাকাত কবির চালনা পৌরসভার টিটাপল্লীতে বসবাসের সুত্রে কথিত সোর্স পরিচয়ে চাঁদাবাজি শুরু করে। তার চাহিদা পূরন না হলে বিভিন্ন জনকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতারের দাবীতে গত ১২ জুন দাকোপ সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী গনস্বাক্ষরকৃত অভিযোগের মাধ্যমে তাকে গ্রেফতারের দাবী জানায়।