দাকোপ , খুলনা : দাকোপ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সারা বছর একের এক গরীবের জন্য বরাদ্দ চাল চুরি লেগেই আছে কোন ভাবেই থামছে না এই চাল চুরি ।চাল চুরির অপরাধে কিছুদিন আগে তিলডাংগা ইউপি চেয়ারম্যান রনজিত মন্ডলের বিরুদ্ধে মামলা হলে বেশ কিছু কাল জেল হাজতে থাকতে হয়। এরপর বানিশান্তা ইউপি চেযারম্যান সুদেব রায়ের বিরুদ্ধে জেলেদের চাল চুরির অভিযোগ হলে বিভিন্ন দৈনিকে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।সুতারখালি ইউপির মেম্বর,সচিবের বিরুদ্ধে চাল চুরির কাহিনী এখন শুধু সকলের মুখে মুখে না,ফেসবুক ও ইউটিউবে রিতীমত ভাইরাল হয়েছে,সেই সাথে মেম্বরের প্রেম কাহিনীও।সর্বশেষ গত শুকরবার দাকোপ সদরের পানখালি ইউনিয়নের জন্য গরীবের ১০ টাকা দরে বরাদ্দের চাল বস্তা পাল্টে ৫০ কেজি করে ৪২ বস্তা চাল চালনাবাজারে বেচতে আসার সময় পাবলিক আটকে দেয়, প্রশাসন চাল আটকে পুলিশ হেফাজতে রাখে।জানা যায়,পানখালির আওয়ামীলীগনেতা ও ডিলার স্বপন কুমারের ডিলারের অন্তরালে এ চাল রেখে বানিজ্য চলে আসছিল ।প্রতক্ষদর্শিদের অনেকেই জানান,গতকাল শুক্রবার সন্ধায় জনপ্রতিনিধি ও বড় নেতাদের তদবিরে সকল মহলকে ম্যানেজ করে চাল ফেরত নেওয়া হয় এবং যার কারনে কোন মামলাও হয়নি।বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে রিতীমত। এ বিষয় পানখালি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের জানান,এ চাল কিনে রেখেছিল,এমন সিদ্ধ চাল আমাদের এলাকার মানুষ খেতে অভ্যাস্থ না থাকায় চাল তুলে বিকরি করে দেয়।এ এলাকার ডিলার স্বপন কুমার ও ওই একই কথা বলেন ।
 
					 
                             
                             
                             
                             
                            