দাকোপ প্রতিনিধি : দাকোপে করোনা ও ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে গো খাদ্য ও শিশু খাদ্য বিতরন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস ক্ষতিগ্রস্থদের মাঝে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ সকল সামগ্রী বিতরন করেন। বিতরনকৃত গো খাদ্যের মধ্যে ছিল পরিবার প্রতি ২০ কেজি কুড়া, ২০ কেজি ভূষি, ১ কেজি চিটা গুড় এবং ২ কেজি খৈল। এ ছাড়া শিশু খাদ্যের মধ্যে ছিল ডাল, খেজুর, বাদাম, বিস্কুট, ছুপ, নুডুলস, সাবান, তৈল, চিনি ও সুজি। অনুষ্ঠানে ৩ শ’ পরিবারের মাঝে শিশু খাদ্য এবং ৫০ পরিবারের মাঝে গো খাদ্য বিতরন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা এবং প্রাণী সম্পদ অফিস সহকারী বোরহান উদ্দিন।