দাকোপ প্রতিনিধিঃ দাকোপে পূবালী ব্যাংক লিমিটেড চালনা উপশাখা ও এটিএম বুথ এর শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় চালনার বৌমার গাছতলাস্থ পূবালী ব্যাংক লিমিটেড এর কার্যালয়ে বটিয়াঘাটার শাখা ব্যবস্থাপক মোঃ মোরাদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন পূবালী ব্যাংক লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান এ,এইচ, এম কামরুজ্জামান। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন পূবালী ব্যাংক লিমিটেড খুলনা শাখা সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, অধ্যাপক দুলাল রায়, চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী জি এম রেজা, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূইয়, উপজেলা শ্রমিকলীগ সভাপতি গৌবিন্দ বিশ্ব্সা, বিশিষ্ট ব্যবসায়ী প্রশান্ত সাহা বাবু, গাজী মামুনুর রশিদ, বিপ্লব সাহা, উপশাখা ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম প্রমুখ। সভাশেষে পূবালী ব্যাংক লিমিটেড চালনা উপশাখা ও এটিএম বুথ এর ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।