দাকোপ প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে নানা আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে দাকোপ উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেষ্টুন ও বাদ্যযন্ত্র সহকারে এক বর্ণাঢ্য র্যালী চালনা বাজার প্রদক্ষিন করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন সমবায় দপ্তরের সহকারী অফিসার লস্কর সাহাবুর রহমান। অতিথি হিসাবে বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও শুকতারা সমবায় সমিতির সভাপতি আজগর হোসেন ছাব্বির। বক্তৃতা করেন সমবায়ী বিশ্বজিত বালা, শিখা বৈদ্য, বিশ্বজিত মন্ডল, গাজী আবুল বাশার, কমলা গাইন, রুপালী রায়, অনিতা গাইন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দিশারী সমবায় সমিতির ম্যানেজার নিখিলেশ বর্মন।
 
					 
                             
                             
                             
                             
                            