দাকোপ প্রতিনিধি : দাকোপের কালাবগী থেকে কোষ্টগার্ডের অভিযানে মাংসসহ ১ হরিণ শিকারী গ্রেফতার হয়েছে। কোষ্টগার্ড সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউট পোষ্ট নলিয়ানের একটি টহল দল সোমবার রাতে দাকোপের কালাবগী এলাকায় অভিযানে যায়। এ সময় তারা কালাবগী চেয়ারম্যান ঘাট এলাকা থেকে ২৭ কেজি হরিণের মাংসসহ জাফর সানা (৩৯) নামের এক হরিণ শিকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাফর সানা ওই গ্রামের রহিম সানার পুত্র। গ্রেফতারকৃতকে হরিণের মাংসসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বনবিভাগের কালাবগী ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে।