দাকোপে ৮ দলীয় টুর্ণামেন্ট অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২২-০৭-১৫ - ২২:৩০

দাকোপ প্রতিনিধি : দাকোপে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে জালিয়াখালী জে সি ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
জে সি কালীমাতা যুব সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। শুক্রবার বিকাল ৫ টায় জালিয়াখালী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দিতা করে জালিয়াখালী ইয়াং ষ্টার ফুটবল একাদশ বনাম জালিয়াখালী জে সি ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন খেলায় জে সি ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে ইয়াং ষ্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি অনুজ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামারখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীপংকর রায়, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি পঙ্কজ রায়, সাবেক ইউপি সদস্য সুশংকর বাছাড়, বর্তমান ইউপি সদস্য নুর হোসেন, স্বপন কুমার, শিক্ষক সমীরণ রায়, সমাজ সেবক হিমাংশু বৈরাগী প্রমুখ। খেলায় চ্যাম্পিয়ান পুরুস্কার হিসাবে একটি ১৯ ইঞ্চি রঙিন মনিটর এবং রানার্সআপ দলকে মোবাইল সেট পুরুস্কার দেওয়া হয়।