দাকোপ ,খুলনা : খুলনার দাকোপে উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মুনসুর আলী খান সম্পর্কে একটি কুচক্রীমহল অপপ্রচার, বিজয় দিবসের দিন বঙ্গবন্ধুর ভাষন বন্ধ ও সরকারী কর্মচারীকে লাঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় মিছিলটি ডাকবাংলা চত্বর থেকে শুরু করে আচাঁভূয়া বাজার ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পথসভায় বক্তৃতা করেন আ‘লীগনেতা গোলাম মোস্তফা খান, অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মন্ডল, শেখ যুবরাজ, সমরেশ রায়, ছাব্বির আহম্মেদ শেখ,শাহাবুদ্দিন ভুইয়া, আফজাল হোসেন খান, বাবুল আকতার, কমলেশ বাছাড়, মাখন চক্রবর্তী, ভবেন্দ্রনাথ মন্ডল, গোলাম রসুল, মহিউদ্দিন , দেবানন্দ মন্ডল, শ্যামল মন্ডল, সঞ্জয় বৈদ্য প্রমুখ। বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন রাজাকারের বিতর্কিত তালিকা প্রকাশের সুযোগ নিয়ে দাকোপের এশটি কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়,তা দাকোপের জনগন আর কোনদিন বাস্তবায়ন হতে দেবে না ।
 
					 
                             
                             
                             
                             
                            