দিঘলিয়া প্রতিনিধি : বুধবার মহান বিজয় দিবস ২০২০ উদজাপন উপলক্ষে দিঘলিয়া উপজেলার পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকাল ৩ টায় সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক এর উদ্যোগে ব্লাড গ্রুপ টেষ্ট ও ডায়েবেটিক টেষ্ট এর আয়োজন করা হয়।এসময় ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর পত্নী এনভয় গ্রুপের পরিচালক ও সমাজ সেবক সারমিন সালাম।এছাড়াও উপস্থিত ছিলেন সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক এর প্রধান সমন্নয়ক সামসুল আলম বাবু,মইন উদ্দিন,তরিকুল ইসলাম,আদিবা সুলতানা, মাহিয়া নুর মাহি,গাজী মাসুদ রানা,শেখ আনিসুর রহমান,শেখ রিয়াজ হোসেন,হাবিবুর রহমান তারেক,মোল্যা আমজাদ হোসেন,সরদার মুরাদ হোসেন,এনায়েত হোসেন জুলু,হাসান মাহমুদ রাকিব,আমির হোসেন,সরদার মাসুদ,ফেরদাউস ইসলাম সোহেল,রাজিবুল ইসলাম,নাজমুল মোল্যা,রনি ইসলাম,শেখ আলামিন,সাজ্জাদ,বুলবুল,রাতুল,শাকিল প্রমুখ।
এসময় দুই শতাধিক লোককে সেবা প্রদান করা হয়।