ঢাকা অফিস : চাঁপাইনবাবগঞ্জের কালীনগরে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে, চাপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন।
রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক রয়েছে। রায়ে সন্তোষ জানিয়ে অবিলম্বে তা কার্যকরের দাবি জানিয়েছে কিশোরীর পরিবার।
এদিকে, রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষের আইনজীবী। ২০১৫ সালে প্রেমের প্রলোভন দেখিয়ে আয়েশাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে আসামিরা। আসামিরা হলেন, প্রশান্ত, নয়ন কর্মকার, নিতাই চন্দ্র, সুভাস ও প্রশান্ত রবিদাস।