নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেসিসি মেয়র

প্রকাশঃ ২০২০-০৪-০৬ - ১৯:৩৭

খুলনা অফিস :  করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ সোমবার বিকালে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ২ নম্বর কাস্টম ঘাট চত্বরে মুন্সিপাড়া এলাকা, ১ নম্বর, ২ নম্বর কাস্টম ঘাট এবং ফায়ার ব্রিগেড রোডের কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, তেল, পেঁয়াজ, লবনসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটি মেয়র প্রায় সাড়ে তিনশত নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।