নির্বাচন না করেও জনগনের সেবা করা যায়-মোহাম্মদ জহির উদ্দিন রাজীব

প্রকাশঃ ২০২৪-০২-০৫ - ২০:৩০

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// আইয়ান গ্রুপের পরিচালক ও রাজীব ভুইয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ জহির উদ্দিন ভুঁইয়া রাজীবের উদ্যোগে সোমবার বেলা ১১টায় আইয়ান জুট মিলের সম্মেলন কক্ষে ‘সুরভিত ফুলতলা’ স্বপ্ন বাস্তবায়নে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি বলেন, আমি সামাজিকভাবে ফুলতলা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। কোন নির্বাচনে অংশ গ্রহণের জন্য নয়। আমাকে নিয়ে গুঞ্জন থাকলেও আমি দৃড়তার সাথে বলতে চাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন এ অংশ গ্রহণ করতে ইচ্ছুক নই। আমি স্বপ্ন দেখি ফুলতলার মানুষের নিরাপদ জীবন, ভিক্ষাবৃত্তি ও মাদক মুক্ত, ফুলতলা বাসষ্টান্ড জলাবদ্ধ থেকে মুক্তি, খেলাধুলার জন্য আধুনিক মিনি ষ্টেডিয়াম নির্মানসহ জনগনের সেবা করতে চাই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, প্রশান্ত কুমার রায়, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মোঃ নেছার উদ্দিন, শামসুল আলম খোকন. সংগঠনের সাধারণ সম্পাদক অনুপম মিত্র, আবু হামজা বাধন, মামুন মোল্যা, ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম, ইমদাদুল হক মিটুল, কবিতা খাতুন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইব্রাহীম গাজী প্রমুখ।