রবিউল ইসলাম মিটু, যশোর : নড়াইলে জিদ্দার শেখ (৫০) নামে এক ব্যবসায়ী হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার ভাগ্নে লিয়াকত শিকদারকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করে তারা। ঘটনার সময় আক্রান্তদের কাছ থেকে চার লাখ টাকাও ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে নড়াইল জেলা সদরের সীমাখালী গ্রামে শিমুলের বাড়ির সামনে। আহত জিদ্দার শেখ নড়াইল জেলার সদরের বোরাশোলা গ্রামের মৃত জাফর শেখের ছেলে ও তার ভাগ্নে লিয়াকত একই এলাকার সীমাখালী গ্রামের মৃত সোহরাবের ছেলে।
লিয়াকত শিকদার বলেন, ‘আমি একটি মারামারি মামলায় নড়াইলের আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম। হাজিরা শেষে দুপুর ২টার দিকে আমি ও আমার মামা জিদ্দার শেখ মিলে চার লাখ টাকা নিয়ে একটি পিকাপ ভ্যান কিনতে বের হয়। এসময় তারা মাসিন্দিয়া ব্রীজের নিকটে পৌছুলে ওই এলাকার শিমুল পকেট থেকে পিস্তল বের করে চাপাতি দিয়ে আমার মামা জিদ্দারের বাম হাতের কব্জিতে কোপ মারে। এসময় আমাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারা।’ ‘পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা খারাপ দেখে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’
যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আহতদের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’