স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : পাইকগাছায় পুর্ব শত্রুতার জেরে উত্তম মন্ডল ও সবুজ মন্ডল নামে দু যুবকের মাথা ফাটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার লতা ইউপির পুতলাখালীতে অনুষ্টিত নামযজ্ঞের ২য় দিনে বাজারে অনাকাঙ্খিত এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। আহতরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেস্কে ভর্তি রয়েছে। আহতের পারিবারিক সুত্র জানান, লতা পুতলাখালীতে ১৬ প্রহরব্যাপী নামযজ্ঞের ২য় দিনে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে লতার বিজয় মন্ডলের ছেলে উত্তম (২৫) ও বামনেরাবাদের স্বপন মন্ডলের ছেলে সবুজ (১৬) বাজারে একটি চায়ের দোকানে বসে ছিল। এ সময় মুনকিয়ার সৈকদ মল্লিক,লতার অমিত সরকার,আজাহারুল গাজী সহ কয়েকজন মিলে লাঠি সোটা দিয়ে আঘাত করে উত্তম ও সবুজের মাথা ফাটিয়ে রক্তপাত করে চলে যায়। লতা ইউপি সদস্য প্রদীপ মহলদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতরা নামযজ্ঞের ১ম দিনে মহিলাদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এ মারপিটের স্বীকার হয়েছেন বলে দাবী করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।